Gohin Baluchor Grand Release (গহীন বালুচর শুভমুক্তি), Mundo, Quarta, 27. Dezembro 2017

আগামী ২৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বদরুল আনাম সৌদ পরিচালিত চলচ্চিত্র “গহীন বালুচর”।

সিনেমা'র মুক্তির তারিখ পিছিয়েছে, তাই এই নতুন ইভেন্ট ।

চলচ্চিত্রটি এই দেশ, মাটি আর মানুষের গল্প নিয়ে। নদীপাড়ের এক জনপদের মানুষদের সাথে প্রকৃতির টেনে আনা সুখ-দুঃখ, সংঘাত বা ভালোবাসার প্রতিফলনই ঘটেছে এ চলচ্চিত্রটিতে।

চলচ্চিত্রটির গল্প এগিয়েছে চরের দখল নিয়ে নদীর দুই পাড়ের মানুষের দ্বন্দ্ব-সংঘাত আর সুরাহা করার উপায় নিয়ে।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, শাহাদাৎ হোসেন, শর্মিমালা, রুনা খান, শাহানা সুমি ও নবাগত তিন মুখ- তানভীর, মুন ও নীলা।

আগামী ২৯ ডিসেম্বর থেকে “গহীন বালুচর” সিনেমাটি আপনার নিকটস্থ সিনেমা হলে গিয়ে উপভোগ করতে পারবেন।

Gohin Baluchor Grand Release (গহীন বালুচর শুভমুক্তি)

Encontrar mais eventos em torno de você
Obter recomendações de eventos com base em seu gosto Facebook. Obtê-lo agora!Mostre-me os eventos adequados para meAgora não